কামারুল আরেফিনের ফাইল ছবি
কুষ্টিয়া অফিসঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি কুষ্টিয়া-২ (সংসদীয় আসন-৭৬) এর স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনকে শো-কজ নোটিশ প্রেরণ করেছেন।
২৪ ডিসেম্বর বেলা ১১টায় নোটিশ প্রাপ্ত অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলার আমলা সদরপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আলাউদ্দিনের ছেলে কামারুল আরেফিনকে লিখিত বক্তব্যসহ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন তার নির্বাচনী এলাকার ১৪দলীয় মনোনীত ও নৌকা প্রতিকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ব্যক্তিগত অনুভুতিতে আঘাত করে শিষ্টাচার বহির্ভুত ও উস্কানীমূলক বক্তব্য প্রদান, তার নির্বাচনী এলাকায় সংঘটিত বিভিন্ন হত্যাকান্ডের ঘটনায় জোট প্রার্থীকে জড়িয়ে হিংসাত্মক আক্রমনাত্মক বক্তব্য দিয়ে নির্বাচনী পরিবেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়ার চেষ্টায় লিপ্ত আছেন। এসব বিষয় ইতোমধ্যে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদে প্রকাশ পেয়েছে। এভাবে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে কার্যত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশকে ঝুকিপূর্ন করে তুলেছে।
শুক্রবার বিকেলে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) এর নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রেরিত শো-কজ নোটিশের বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে একাধিকবার কল করলে কামারুল আরেফিন কল কেটে দেন, এসএমএস বা খুদে বার্তা দিলেও তিনি কোন সাড়া দেননি।
তবে অভিযোগকারী কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক ও ১৪ দলীয় জোট প্রার্থী নৌকা প্রতিকের নির্বাচনী এজেন্ট আব্দুল আলীম স্বপনের মুঠোফোনে আলাপকালে তিনি জানান, ‘নির্বাচনী আচরন বিধি লংঘনের বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটিকে যে অভিযোগ দিয়েছি তার স্বপক্ষে প্রাসঙ্গিক সকল তথ্য প্রামানসহ হাজির হয়ে আমাদের বক্তব্য তুলে ধরে প্রমান করে দিবো’।