নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা বিএনপি।
মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের নিয়ে রবিবার বেলা আড়াইটার সময় কুষ্টিয়া কোর্ট চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মুক্তির দাবিতে প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়ান অনেকেই।
কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম উল হাসান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফরিদ ইয়াসমিন।
এ্যাড. শামিম উল হাসান অপু বললেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দায়ের করে গ্রেফতার করছে এই সরকার যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।
প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানবাধিকার লঙ্ঘন করে বন্দি করে রেখেছে এই সরকার। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাসহ কারাবন্দি সকল নেতৃবৃন্দের মুক্তি ও কুষ্টিয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ সকল নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহারের দাবি জানান।
এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কারাবন্দি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সহধর্মিণী সৈয়দা ফাহিমা রুমী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.হাফিজুল ইসলাম মুনীর, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাতিল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, অনুরূপ দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিট মানববন্ধন কর্মসূচি পালন করে।