BDBanglaNews is a popular online newspaper

    নির্বাচন সামনে রেখে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। ব্যারিস্টার গহর আলী খান দলটির শীর্ষ পদে বসেছেন।

    পিটিআইয়ের সদ্য সাবেক প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলের চেয়ারম্যান পদে গহর খানকে মনোনীত করেছেন।

    ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) দুর্নীতি মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ড হয়। এ মামলায় আপাতত সাজা স্থগিত থাকলেও কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় ইমরান কারাগারে আছেন।

    আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গহর খানকে পিটিআইয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হলো।

    দলের কয়েকটি পদে দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন করতে আজ শনিবার পিটিআইয়ে ভোটাভুটি হয়। পরে পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি জানান, ব্যারিস্টার গহর আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।

    এ ছাড়া আজ ওমর আইয়ুব খান পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে আলী আমিন গেন্দাপুর খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ও ইয়াসমিন রশিদ পাঞ্জাব প্রদেশে পিটিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।

    খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পিটিআইয়ের প্রিসাইডিং কর্মকর্তা আলী জামান বলেন, পেশোয়ারে কেন্দ্রীয় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। অনলাইন অ্যাপ ও ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    জিও নিউজ ইসলামাবাদ

    Spread the love