দরিদ্র ওই শিক্ষার্থীর পিতার হাতে তুলে দেওয়া হচ্ছে কলেজে ভর্তির অর্থ
কুষ্টিয়া অফিস।।
অভাবকে নিত্য সঙ্গী করে পথচলা কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের এক মেধাবী শিক্ষার্থীর। অর্থ সংকটে দিতে পারছেন না এইচএসসি ২য় বর্ষে ভর্তি হওয়ার জন্য নির্ধারিত ফি। এদিকে ভর্তি হওয়ার জন্য বেঁধে দেওয়া সবশেষ তারিখ খুবই সন্নিকটে। এমতাবস্থায় না পারছেন বলতে, না পারছেন ভর্তি হতে। এমনি এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দিশাব।
গতকাল দুপুরে দরিদ্র ঐ শিক্ষার্থীকে ২য় বর্ষে ভর্তি হতে ভর্তি ফি’র সমপরিমাণ অর্থ সহযোগিতা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। শিক্ষার্থীর পক্ষে তার বাবার হাতে এই আর্থিক সহযোগিতা তুলে দেন সংগঠনের সভাপতি ও আন্তর্জাতিক শিশু সংগঠক আশরাফউদ্দিন নজু। এসময় আরো উপস্থিত ছিলেন দিশাব ও কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরকার প্রমুখ।
সহযোগিতা প্রদানকালে সংগঠনের সভাপতি আশরাফউদ্দিন নজু বলেন, “দিশাব” একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সবসময় চাই সাধ্যমতো অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করতে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করে চলেছি। আমরা চাই- সমাজের বিত্তশালী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাছাড়া আজকে আমরা সহযোগিতা গ্রহনকারীর নাম ও ছবি প্রকাশ করা থেকে বিরত আছি। আমরা শুধুমাত্র সবাইকে এধরনের মহৎ কাজে উদ্বুদ্ধ করতে প্রচার করছি মাত্র।
এদিকে ভর্তি ফি’র জন্য প্রয়োজনীয় অর্থ সহযোগিতা পেয়ে সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐ শিক্ষার্থীর বাবা। তিনি তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তার আশা, দরিদ্রতাকে জয় করে তার মেয়ে একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের জন্য কাজ করবেন।