BDBanglaNews is a popular online newspaper

    নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ায় বাসের ড্রাইভারকে গালিগালাজ করায় পুলিশের উপর পাথর নিক্ষেপ করে শ্রমিকরা। এতে এক এসআই সহ তিন পুলিশ সদস্য আহত হন।

    আজ (৩০ নভেম্বর ২০২৩) রাত আনুমানিক ৮টার সময় এঘটনা ঘটে।

    জানা যায়, কুষ্টিয়ায় গড়াই পরিবহনের একটি গাড়ি ট্রাফিক মোড়ে গাড়ি ঘোরানোর সময় ট্রাফিক পুলিশ গাড়িটি ঘোরাতে নিষেধ করে। এর একপর্যায়ে ট্রাফিক পুলিশের সাথে ড্রাইভারের বাকবিতন্ডা হয়। একথা ছড়িয়ে পড়লে আশেপাশে থাকা বাস শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে শ্রমিকরা রেল লাইনের পাথর পুলিশের দিকে ছুড়তে থাকে। শ্রমিকদের পাথরের আঘাতে কুষ্টিয়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক দিপংকর সহ তিন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মজমপুরে অতিরিক্ত পুলিশ মতায়ন করা হয়। 

    ট্রাফিক পুলিশ সুত্রে জানা যায়, গাড়াই পরিবহনের ঢাকা মেট্র ব-১৪৮৪৮৪ নাম্বারের গাড়িটি ট্রাফিক মোড় দিয়ে ঘোরাতে গেলে ট্রাফিক পুলিশ নিষেধ করে। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়িটি ঘোরাতে গেলে গাড়িটি আটক করা হয়। সে সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে সেই সাথে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

    আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, ট্রাফিক মোড়ে গাড়ি ঘোরানোর সময় ট্রাফিক পুলিশ ড্রাইভার ও হেলপারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাতে হাতকড়া দিতে যায় এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখা হয়।

    এ বিষয়ে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকা থেকে আসছিলাম এমন সময় পুলিশ আমাকে ফোন দিয়ে শ্রমিকদের সড়ক অবরোধের কথা জানান। আমি আমাদের এক শ্রমিক নেতাকে ট্রাফিক অফিসে পাঠায়। সেখানে সব বিষয় সমাধান হচ্ছিল। এমন সময় কে বা কারা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে। এটা খুবই দুঃখজনক।

    অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ভুল বোঝাবুঝির জন্য অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে পুলিশের উপরে হামলার ঘটনার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

    Spread the love