নিজস্ব প্রতিবেদকঃ
সাধারন ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে কুষ্টিয়া-৪ আসনের বিভিন্ন বাজারে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর।
গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাঁশগ্রাম বাজার, কুশলীবাসা বাজার, ধলনগর, জুলঙ্গী, পান্টি বাজার এবং মধুপুর বাজার সহ বিভিন্ন ইউনিয়নে ব্যতিক্রমী প্রচারণা করেছেন।
প্রচারণাকালে প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, আমি অনেকগুলি জায়গাতে ঘুরে দেখলাম নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মধ্যে ব্যপক উৎসাহ ও উদ্দীপনা আছে। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়। তবে কিছু জায়গাতে আমি শুনতে পেরেছি, কিছু লিফলেট বিতরণ হচ্ছে। কেউ কেউ চেষ্টা করছে জনগণকে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে। আবার কিছু কিছু জায়গায় এমনও উদ্যেগ দেখতে পারছি এক ধরণের সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করতে যেন জনগণ ভোট দিতে না যায়। তবে এগুলো করে দিন শেষে লাভ হবে না। নির্বাচন কমিশন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে জনগণ ইতিমধ্যে জানতে পেরেছে এই ধরণের কোন অপ উদ্যোগ হলে তার জন্য চরম শক্ত ভুমিকায় প্রশাসন থাকবে। পছন্দের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে যাবার এবং ভোট দেবার একটা দারুণ পরিবেশ বিরাজ করবে। আমরা সবাইকে উৎসাহিত করার চেষ্টা করছি, অভয় দেবার চেষ্টা করছি। যা কিছুই হোক না কেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠ হবে। ভোটাররা চাইলে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোটের মাধ্যমে তারা যাকে নির্বাচিত করতে চাইবে তাকে নির্বাচিত করতে পারবে। এখানে কোন ব্যক্তি বা মার্কা আলাদা করে বিশেষ গুরুত্ব পাবে না। আমাদের আজকের প্রচারণার মূল উদ্দেশ্য হলো, এই বিষয় গুলো ভোটারদেরকে নিশ্চিত করা। যেন তারা ভোট দিতে উদৎসাহিত হয়।
উল্লেখ্য, দৈনিক খবরওয়ালার প্রকাশক ও সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর একাধিক গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদক। তিনি দেশের একজন ম্বনামধন্য তথ্য প্রযুক্তি পরামর্শক, কারিগরি শিক্ষা উদ্যোক্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বহু বিক্রিত বইয়ের লেখক। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার এপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি সহ আন্তর্জাতিক পেশাজীবী সার্টিফিকেশন কর্তৃপক্ষ হতে সার্টিফায়েড পেশাজীবী ও অডিটর। তিনি দীর্ঘদিন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে সম্মানের সাথে কাজ করেছেন। তাছাড়া বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পেশাজীবী তৈরির সামাজিক উদ্যোগের কারণে সামাজিকভাবে সুপরিচিত। তিনি সরকারি প্রতিষ্ঠান বাপেক্স এর সম্মানিত পরিচালক ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালনা পরিষদ সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর একজন পরিচিত মুখ ও নির্বাচন পরিচালনা কমিটির “রোড টু স্মার্ট বাংলাদেশ” উদ্যোগের ফোকাল পয়েন্ট। এছাড়াও তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য।