BDBanglaNews is a popular online newspaper

    নিজস্ব প্রতিবেদকঃ টিউশন মিডিয়া কুষ্টিয়া নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছেন সাংবাদিক আব্দুস সালাম।

    মঙ্গলবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়া মডেল থানায় আব্দুস সালাম জিডি করেন। জিডি নং-৩৬৯, তারিখ ৫ ডিসেম্বর ২০২৩ইং।

    জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ফেসবুকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ‘টিউশন মিডিয়া কুষ্টিয়া’ নামে আইডি খুলে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রোফাইল ফটো হিসাবে এক সাংবাদিক আব্দুস সালামের ছবি ব্যবহার করেছে। এছাড়াও ওই ফেসবুক আইডি থেকে লোভনীয় টিউশনির অফার দিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাধারণ টিউশন প্রত্যাশীদের কাছে টাকা চাওয়া হয়েছে। এবিষয়ে ওই ভুক্তভোগী সাংবাদিক কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

    টিউশন মিডিয়া কুষ্টিয়া (আইডি লিংক: https://www.facebook.com/tuition.kustia.9 ) নামে একটি ফেসবুক আইডিতে দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুস সালামের ছবি প্রোফাইল ফটো হিসাবে ব্যবহার করা হয়েছে। ওই আইডিতে বিভিন্ন লোভনীয় টিউশনির অফার সম্বলিত পোস্ট করে ইনবক্সে সিভি দিতে বলা হয়েছে। এরপর ইনবক্সে কেউ সিভি দিলে বা যোগাযোগ করলে অগ্রিম ৫০০ টাকা মিডিয়া ফিস দিতে বলা হচ্ছে। মিডিয়া ফিস রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে বলা হয়েছে। মিডিয়া ফিস দেওয়ার পরে শিক্ষার্থী/অভিভাবকের বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। মিডিয়া ফিস দেওয়ার প্রস্তাবে রাজি হলে একটি রকেট মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর পাঠানো হয়। বিভিন্ন জনকে সাধারণত দু’টি নাম্বার বেশি পাঠানো হয়েছে।  ওই রকেট হিসাব নম্বর দু’টি হচ্ছে  ০১৬৩৪-৩৪৪২৭২-০ এবং ০১৭১৬-৭৫৩৬১৭-৯। টিউশনি দেওয়ার প্রলোভনে ওয়াচি আহমেদ রচি নামে কুষ্টিয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে অগ্রিম ৫০০ টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে বল জানা গেছে। এছাড়াও কুষ্টিয়া সরকারি কলেজ ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর কাছে টাকা চাওয়ার তথ্য পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বড়ো ধরনের ক্ষতি ও সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় রয়েছে। তাই উক্ত ব্যক্তিকে সনাক্ত পূর্বক আইনের আওতায় আনার জন্য কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

    এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

    Spread the love