BDBanglaNews is a popular online newspaper

    কুষ্টিয়া অফিস।।

    কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা আটক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
    বুধবার (২২ নভেম্বর ২০২৩) তারিখে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসেন সবুজ নামের এক যুবক। সে নিজেকে কুষ্টিয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ঢাকা ঝালুপাড়া এলাকার খেদের আলীর ছেলে বলে দাবি করেন। তবে তিনি নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি ব্যাবহার করেছেন বলে জানা গেছে। তিনি পাসপোর্টের আবেদন পত্রের সাথে যে নাগরিকত্ব সনদপত্র দিয়েছিলেন সেটি সুপারিশ করেছে কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ (সঞ্জু)।
    কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, সবুজের আবেদন পত্রের সাথে নাগরিকত্ব সনদপত্র ও এনআইডি কার্ডের ফটোকপি দিয়েছিলেন। আমরা যখন আঙ্গুলের ছাপ নি তখন আঙ্গুলের ছাপ নিচ্ছিল না। তার দেওয়া এনআইডি নাম্বার দিলেও কোন ডাটা আসছে না। তখন আমরা বুঝে ফেলি সে রোহিঙ্গা। তার সাথে কথাবার্তার এক পর্যায়ে শিকার করে যে সে রোহিঙ্গা। পরে আমরা তাকে পুলিশে সোপর্দ করি। কুষ্টিয়াতে প্রথম কোন রোহিঙ্গা পাসপোর্ট করতে এসে আটক হলো বলেও জানান তিনি।
    এদিকে নাগরিকত্ব সনদপত্রের বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ (সঞ্জু)’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে নাগরিকত্ব সনদপত্র দেওয়া হয় না। আমি আগামীকাল পৌরসভায় গিয়ে দেখবো সেটা আসল কিনা।

    Spread the love