কুষ্টিয়া অফিসঃ আজ ১৬ ডিসেম্বর, অবিস্মরণীয় বীরত্বগাথা ও গৌরবময় দিন। ৫২ পেরিয়ে ৫৩’তে পদার্পণ করা বাংলাদেশের মহান বিজয় দিবস আজ। বাতাসে ভাসমান মুক্তিকামী মানুষের লাশের গন্ধ আর রক্তস্রোত বেয়ে গণতন্ত্রের চেতনা পূর্ণতা পেয়েছিল এইদিনে। রুদ্ধশ্বাসে যুদ্ধ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলার মুক্তিকামী মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিনিয়ে নিয়েছিল বিজয়ের লাল-সবুজের পতাকা। অর্জিত হয়েছিল বাঙালির পূর্ণ বিজয়। সেই থেকে প্রতি বছর বাংলাদেশের মানুষ মহান বিজয় দিবস হিসাবে দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করে।
কুষ্টিয়া জেলা বিএনপি প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান বিজয় দিবস উদযাপন করেছেন। এ উপলক্ষ্যে দলটির নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি ও কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদায় পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় তাঁরা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু,মহিউদ্দিন চৌধুরী মিলন ও সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামিম-ঊল হাসান অপু ও সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড, খাদেমুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
এসময় কুষ্টিয়া জেলা বিএনপি, কুষ্টিয়া জেলা যুবদল, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল, কুষ্টিয়া জেলা মহিলা দল,কুষ্টিয়া শহর বিএনপি ও কুষ্টিয়া সদর উপজেলা যুবদল সহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।