BDBanglaNews is a popular online newspaper

    ছিনতাইকারী জাকির: ফাইল ছবি

    নিজস্ব প্রতিবেদকঃ

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইকারীদের ভিডিও ভাইরাল হওয়ার পর চিহ্নিত ছিনতাইকারি জাকির পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

    সোমবার (২৫ ডিসেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর থেকে ওই চিহ্নিত ছিনতাইকারি জাকির (৩০)কে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারি জাকির ও এর সাথে জড়িত মূল হোতা সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

    এর আগে গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠা পদ্মা-গড়াই মোহনায় ঘুরতে আসা এক যুবক-যুবতি’র কাছ থেকে হত্যার হুমকি দিয়ে সোনার গহনা ও টাকা ছিনতাই করে হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের হেদায়েতের ছেলে চিহ্নিত ছিনতাইকারি সুমন ও তার সহযোগি বোয়ালদাহ গ্রামের জামুর ছেলে জাকির। ছিনতাই এর ঘটনাটি কৌশলে ভিডিও করেন ঘটনাস্থলে থাকা একজন। এরপর ভিডিও পাঠানো হয় দৈনিক সত্যখবর পত্রিকা কার্যালয়ে। সুমন-জাকিরের ছিনতাই এর ভিডিও দৈনিক সত্যখবর এর ফেসবুক পেজ “ডেইলি সত্যখবর” এ পোস্ট করলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে তাদের গ্রেফতারের দাবি উঠে। বিষয়টি নজরে আসে প্রশাসনের। এই বিষয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়‌।  এরপর সোমবার দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

    এদিকে, এই চিহ্নিত ছিনতাইকারি-চোর, মাদক ব্যবসায়ী সুমন ও জাকিরের গডফাদারকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

    Spread the love