BDBanglaNews is a popular online newspaper

    কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ

    কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার উত্তাপে পুড়ছে নৌকার সমর্থকরা। প্রায় প্রতিদিন স্বতন্ত্র ট্রাকের সমর্থকদের হামলা ও লুটপাটে দিশেহারা হয়ে পরেছে নৌকার সমর্থকরা। শুক্রবার ভোড়ে কুমারখালীর কয়া ইউনিয়ন এর বেলঘড়িয়া জেলে পাড়ায় ট্রাকের সমর্থকরা হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে নৌকার সমর্থক দুই ভাইকে। 

    আহত নৌকার সমর্থকের দাদী গোলাপি বেগম জানান, এমপি নির্বাচনে নৌকা হেরে যাওয়ার পর থেকে ট্রাকের সমর্থকরা বিভিন্ন ভাবে তাদের হুমকি দিচ্ছিলেন। শুক্রবার সকাল ৬ টার দিকে ট্রাকের সমর্থক স্থানীয় খালেক মেম্বারের ছেলে রিপন ও শিপনের নেতৃত্বে ১৫/২০ জন তাদের বাড়ি ঘিরে ফেলে ঘরবাড়ি ভাংচুর করে। এবং ঘরের মধ্যে ঢুকে তার দুই নাতি ছেলে জিয়ার ও আলতাফকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে  বীরদর্পে চলে যায়। তিনি ঘরের মধ্যে ঢুকতে গেলে তাকে বাঁধা দেয় হামলাকারীরা। বাইরে থেকে তিনবার গুলির শব্দ শুনেছেন বলে জানান তিনি। পরবর্তীতে স্বজনরা আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। 

    আহত আলতাফ জানান, নৌকা হেরে যাওয়ার পর থেকেই নানা ধরনের সমস্যা সৃষ্টি করছিলো ট্রাকের সমর্থক খালেক মেম্বারের ছেলেরা। শুক্রবার সকালে হঠাৎই তারা ১৫/২০ জন বাড়িতে এসে ভাংচুর করে। এবং তাদের দুইভাইকে মারপিট করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয়। 

    কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, গোলাগুলির কোন ঘটনা ঘটেনি। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে  হামলার ঘটনা ঘটেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি। 

    উল্লেখ্য, এরআগে গত ১০ জানুয়ারি বুধবার ৮ টার দিকে খোকসা জয়ন্তীহাজরা ইউনিয়ন এর মহিষাবাতান গ্রামে ট্রাকের সমর্থকরা ইউপি সদস্য সহ ৪ বাড়িতে হামলা ও লুটপাট করে।

    Spread the love