BDBanglaNews is a popular online newspaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর জামাল মোল্লা হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি রাশেদুল ইসলাম ও নবির উদ্দিন গ্রেফতার।

    র‌্যাব-১২, সিপিসি-১ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। 

    এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি দিবাগত রাত ১১ টা ১০ মিনিটে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়া শহর থেকে জামাল মোল্লা হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নতুন ঝাউদিয়া গ্রামের মৃত জিন্নাত মন্ডল ছেলে নবির উদ্দিন (৫০) ও একই উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে।

    উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দীঘলকান্দি গ্রামে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বদ্বী দুই পক্ষের মধ্যে লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা, লোহার হাতুড়ি, চাইনজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে দিঘলকান্দি মোল্লাপাড়া গ্রামস্থ মসজিদের সামনে পাকা রাস্তার উপর সংঘর্ষ সংঘঠিত হয়। উক্ত ঘটনায় অনেকে আহত হয়, যার মধ্যে দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে জামাল মোল্লা (৪০) মৃত বরণ করে। নিহত জামাল মোল্লার মা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৬, তারিখঃ ০৪/১২/২০২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৪১/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড। 

    Spread the love