শাহজাহান ওমরের ফাইল ছবি
আচরণবিধি লঙ্ঘন কোরে দেখাচ্ছেন সরকারদলীয় ক্ষমতা!
জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের সমাবেশে অস্ত্র প্রদর্শন বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এদিকে আচরণবিধি লঙ্ঘন ও সিইসির সঙ্গে সাক্ষাৎ করা প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি।
বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর গত সোমবার সকালে আচরণবিধি লঙ্ঘন করে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ করেন। সেখানে অস্ত্র হাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল জলিল মিয়াজীকে দেখা গেছে।
সমাবেশে বন্দুক হাতে বিএনপির নেতাকে দেখা যাওয়ায় এলাকায় নানা আলোচনা শুরু হয়। সমাবেশে উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, সমাবেশ ছিল আওয়ামী লীগের আর সেখানে অস্ত্র হাতে দেখা গেল বিএনপির নেতাকে। আবার তিনি ছিলেন শাহজাহান ওমরের একদম পাশে। প্রকাশ্যে এভাবে অস্ত্র প্রদর্শন করায় নানা প্রশ্ন তুলেছেন অনেকে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বন্দুকটি শাহজাহান ওমরের লাইসেন্স করা। তিনি বক্তব্য দেওয়ার সময় পাশে থাকা উপজেলা বিএনপির সভাপতি মিয়াজীর কাছে সেটি রাখেন।
তবে শাহজাহান ওমরের সমাবেশে অস্ত্র প্রদর্শনের বিষয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। কাঁঠালিয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম এদিন সন্ধ্যায় বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশের জবাবের আলোকে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিতে নির্দেশ দেবে, সেভাবে থানা-পুলিশ ব্যবস্থা নেবে।
সংসদ নির্বাচনের আচরণবিধিতে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।