শাহবাগ ফুলের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫ জন হাসপাতালে ভর্তি**
রাজধানীর শাহবাগ ফুলের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ পাঁচজন হলেন—রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫), মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)। বর্তমানে তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
দগ্ধরা জানান, শাহবাগ ফুলের মার্কেট সংলগ্ন একটি টিনশেড ঘরে তারা বেলুনে গ্যাস ভরার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আগুন লেগে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে পাঁচজনই দগ্ধ হন। পরে তারা নিজেরা রিকশাযোগে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পৌঁছান।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ এবং ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন—কালু ও শামীম সামান্য দগ্ধ হয়েছেন, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।