কুষ্টিয়ায় তিন দফা দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, পৌর গেটে ময়লা ফেলে প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌরসভা ভবনের প্রধান গেটে ময়লা-আবর্জনা ফেলে তারা এই কর্মসূচি শুরু করেন।

‎প্রতিবাদে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় বর্তমানে প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কর্মরত রয়েছেন। একজন দিনমজুরের দৈনিক মজুরি নির্ধারিত থাকলেও, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা দিনের পর দিন ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমসাধ্য কাজ করেও মাত্র ২৭৫ টাকা হাজিরা পাচ্ছেন। যেখানে বর্তমানে ন্যূনতম মজুরি হিসেবে একজন সাধারণ শ্রমিক পান ৫০০ টাকা পর্যন্ত।

‎তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
‎১. দৈনিক হাজিরা ২৭৫ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকায় উন্নীতকরণ,
‎২. চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু,
‎৩. মাসিক ভিত্তিতে নির্দিষ্ট তারিখে বেতন পরিশোধ।

‎পরিচ্ছন্নতাকর্মীরা জানান, এর আগেও এসব দাবি নিয়ে পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে এবং তারা আশ্বাসও দিয়েছেন। কিন্তু কোনো আশ্বাসই বাস্তব রূপ নেয়নি।

‎এক কর্মী বলেন, “আমরা ময়লা পরিষ্কার করি, শহর পরিষ্কার রাখি। অথচ আমাদের ন্যায্য মজুরি পর্যন্ত দেওয়া হয় না। পরিবারের সদস্যদের মুখে দু’বেলা খাবার তোলাই কষ্টকর হয়ে পড়েছে।”

‎প্রতিবাদের অংশ হিসেবে পৌরসভার গেটে ময়লা ফেলে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‎এ সময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও পরিচ্ছন্নতার কাজে স্থবিরতা দেখা যায়।

‎পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।

‎এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

‎পৌর নাগরিকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শহরের জন্য অত্যন্ত জরুরি। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।

বিডিবিএন২৪/আরডি






সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.