
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, “মিটফোর্ডে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, তা খুবই নিন্দনীয়। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “বিচার প্রক্রিয়ার ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে এ বাহিনী নির্লিপ্ত অবস্থানে নেই। তারা সজাগ এবং সক্রিয়ভাবে কাজ করছে। কেউই অপরাধ করে পার পাবে না।”
এ সময় চাঁদপুরে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদপুরের ঘটনায়ও আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে।”
সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো অবস্থাতেই কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আমাদের দেশে একটি কার্যকর আইনব্যবস্থা রয়েছে, আর তা বাস্তবায়নে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।”
মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে ব্যাপক জনমত তৈরি হয়েছে। ব্যবসায়ী সোহাগের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। ওই ঘটনার পেছনে স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, মিটফোর্ড এলাকাটি রাজধানীর গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রগুলোর একটি, যেখানে প্রতিদিন লাখো টাকার লেনদেন হয়। এ এলাকায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল বলে স্থানীয়রা জানায়।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
বিডিবিএন২৪/আরডি

