
মির্জা আশরাফুজ্জামান,বিডি বাংলা নিউজ২৪
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা মশাল মিছিল করেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে এই মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বড়বাজার এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “চাঁদাবাজির টাকা না দেওয়ায় একজন সাধারণ ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। হত্যার পর নিহতের নিথর দেহের ওপর দাঁড়িয়ে খুনিরা নাচ করেছে—এটা শুধু বর্বরতাই নয়, মানবতার চরম অপমান।”
বক্তারা আরও বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের চেহারা দেশবাসীর সামনে স্পষ্ট। আমাদের দাবি, অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেওয়ার অভিযোগে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর ছুঁড়ে নির্মমভাবে হত্যা করে একটি সন্ত্রাসী গোষ্ঠী। হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় সারা দেশের মতো কুষ্টিয়াতেও প্রতিবাদ চলছে। ছাত্র-জনতা, সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই হত্যার প্রতিবাদে একাট্টা হয়ে উঠেছেন।
i
বিডিএন২৪/আরডি

