স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য হানিফের বিরুদ্ধে দুর্নীতি মামলা, সন্তানদের সম্পদের নোটিশ


নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪


‎ ‎




কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা দায়ের করেছে। ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, তাদের সন্তানদেরও অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার পর সম্পদের নোটিশ জারি করা হয়েছে।

‎সোমবার (১৪ জুলাই) দুদক এই দুটি মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

‎এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ২৯৯ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন অবৈধ সম্পদের মালিক হন এবং তা ভোগদখলে রাখেন। এ ছাড়াও, তার নামে ১৮টি বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ৮৬ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯৭২ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

‎অপরদিকে, তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসবিহীন ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এছাড়া, তার ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে, যা দুদক চিহ্নিত করেছে।

‎এ কারণে, দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করেছে। তাদের সন্তানদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিবিএন২৪/আরডি






সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.