স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
বাংলাদেশ আবারও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরছে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে টিকিটের মূল্য। টেস্ট ম্যাচ মাঠে বসে উপভোগ করতে দর্শকদের গুনতে হবে মাত্র ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।বিসিবির ঘোষণা অনুযায়ী, টিকিট বিক্রি শুরু হবে ১৮ এপ্রিল সকাল ১০টা থেকে। প্রথম দিনের টিকিট পাওয়া যাবে সিলেটের মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখা থেকে। এরপর ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।টিকিটের মূল্য তালিকা:গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকাক্লাব হাউস: ২৫০ টাকাশহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকাগ্রিন হিল এরিয়া: ৫০ টাকাইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট): ৫০ টাকাইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট): ১৫০ টাকাশহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি): ৫০ টাকাজিম্বাবুয়ে দল সিরিজ খেলতে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছে পরদিন সিলেটে রওনা দেয়। টাইগাররা ইতোমধ্যে ১৩ এপ্রিল থেকে সেখানে ক্যাম্প শুরু করেছে। শুরুতে ৮ ক্রিকেটার নিয়ে শুরু হলেও পরদিন যোগ দিয়েছেন বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফ।উল্লেখ্য, সবশেষ ২০২১ সালে টেস্টে মুখোমুখি হয়েছিল এই দুই দল। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ২২০ রানে জয়ের হাসি হাসে বাংলাদেশ। দুই দলের টেস্ট পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ—মোট ১৮ ম্যাচে ৮টি জয় তাদের, আর জিম্বাবুয়ের জয় ৭টিতে। রোডেশিয়ানরা সর্বশেষ বাংলাদেশকে হারিয়েছিল ২০১৮ সালে।সিলেটে প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।