স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
কাশ্মিরের পেহেলগ্রামে হামলার প্রেক্ষিতে আরও একবার চরমে উঠেছে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। দুই রাজনৈতিক প্রতিপক্ষ এরইমাঝে একে অন্যের প্রতি ছুঁড়ে দিয়েছে কড়া হুঁশিয়ারি। ভারতের পক্ষ থেকে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করা হয়েছে। আবার পাকিস্তানেও এর জেরে বসছে নিরাপত্তা বৈঠক।
রাজনৈতিক এই বৈরীতার প্রভাব পড়েছে খেলার মাঠেও। দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটে নেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ। তবে কাশ্মিরে সৃষ্ট পরিস্থিতির পর ভবিষ্যতেও ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)- এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।
ভারতের এক গণমাধ্যমে সাক্ষাৎকারে রাজীব শুক্লা জানান, ‘আমরা (হামলায়) ক্ষতিগ্রস্তদের পাশেই আছি এবং আমরা এর নিন্দা জানাই। আমাদের সরকার যাই বলুক না কেন, আমরা তাই করব।’ তিনি আরও বলেন, ‘সরকারের সিদ্ধান্তের কারণে আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না এবং ভবিষ্যতেও আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলব না।’
তবে তিনি নিশ্চিত করেন, আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে খেলা চালিয়ে যাবে পাকিস্তান। মূলত আইসিসির বৈশ্বিক ইভেন্টের স্বার্থেই এমন সিদ্ধান্ত ভারতের।