কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪
কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র ও জনতার ওপর সরাসরি হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শুক্রবার (২৫ এপ্রিল) কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, সার্ভেয়ার মান্নান হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর থেকে এলাকাজুড়ে নানা আলোচনা চলছে।