রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শারিরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ১ম আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে মোট ১০ (দশ) টি বিভাগের টিম প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। চরম উদ্দীপনা ও আগ্রহ নিয়ে টিম সমূহ ১ম রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করে। ১৩/০২/২৫ তারিখ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী হাউজিং সি ব্লক পানির ট্যাংক খেলার মাঠে টুর্নামেন্টের ১ম খেলা বাংলা ও ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচে উদ্ধোধন ঘোষনা করেন।

চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

এই ম্যাচে ইংরেজি বিভাগকে হারিয়ে বাংলা বিভাগ জয় লাভকরে। ২য় ম্যাচে সংগীত বিভাগকে হারিয়ে ইইই বিভাগ জয় লাভ করে। ৩য় ম্যাচে ফাইন আর্টস বিভাগকে হারিয়ে ব্যবসায় প্রশাসন বিভাগ জয় লাভ করে এবং ৪র্থ ম্যাচে আইসিটি বিভাগকে হারিয়ে সি এস ই বিভাগ জয় লাভ করে। ৫ম ম্যাচে হাউজিং ই ব্লকের ক্লেমন মাঠে ইইই বিভাগকে হারিয়ে কৃষি বিভাগ এবং ৬ষ্ঠ ম্যাচে মাইক্রোবায়োলজি বিভাগকে হারিয়ে সিএসই বিভাগ জয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হওয়ার গৌরব অর্জন করে।

গত ২২/০৪/২০২৫ তারিখ রোজ মঙ্গলবার ১ম সেমি-ফাইনাল খেলায় কৃষি বিভাগকে হারিয়ে বাংলা বিভাগ ফাইনাল ম্যাচে উন্নিত হয় এবং গত ২৩/০৪/২০২৫ তারিখ রোজ বুধবার ব্যবসায় প্রশাসন বিভাগকে হারিয়ে সিএসই বিভাগ ফাইনাল ম্যাচে উন্নিত হয়।

অদ্য ২৯/০৪/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার হাউজিং ই ব্লক ক্লেমন মাঠে সকাল ১০টায় ১ম আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা ও আনন্দ উল্লাসের সহিত প্রতিযোগী ২ টিম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কার্যকর্তা কর্মচারী সকলেই ম্যাচটি উপভোগ করে। উক্ত ম্যাচে টসে জিতে সিএসই বিভাগ ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে।

ব্যাটিংয়ে নেমে বাংলা বিভাগ ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে সিএসই বিভাগ ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে ২ রানে পরাজিত হয়। ফলে সিএসই বিভাগ রানার্স-আপ এবং বাংলা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

সিএসই বিভাগের মো. নাঈমুর রহমান ম্যান অব দ্যা টুর্নামেন্ট এবং বাংলা বিভাগের আল-আমিন ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতা শেষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী বিজয়ী খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. শহীদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. সাইফুল হক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর জনাব এস এম হাসিবুর রশীদ মাঠে উপস্থিত থেকে খেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

উক্ত টুর্নামেন্ট পরিচালনায় আম্পায়ার সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সাব্বির সুমন, চারুকলা বিভাগের প্রভাষক জনাব প্রদীপ সাহা, কৃষি বিভাগের প্রভাষক জনাব হাসিবুল হাসান, ইইই বিভাগের প্রভাষক জনাব মো. নুরুল ইসলাম, চারুকলা বিভাগের প্রভাষক জনাব মো. আরিফুল ইসলাম ও শারিরিক শিক্ষা বিভাগের ক্রীড়া প্রশিক্ষক এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মো. শাহরিয়া ইসলাম।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও ১ম আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর আহ্বায়ক প্রফেসর নূর উদ্দীন আহমেদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্য, অত্র প্রতিযোগিতায় অংশগ্রহনকারী টিম সমূহ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের খেলাটি সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.