স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
আইপিএলের মেগা নিলামে দল পাননি মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান-ভারত সংঘাতে আইপিএল পিছিয়ে যাওয়ায় নিছকই অঘটনবশত টুর্নামেন্টের মাঝপথে দল পান বাঁহাতি এই পেসার। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে ২১.৭৫ গড় ও ৭.৯১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিং করেও দিল্লিকে প্লে-অফে তুলতে পারেননি কাটার মাস্টার।
এদিকে আইপিএল অভিযান শেষে পাকিস্তান সিরিজে জাতীয় দলে ফেরার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা এই পেসার। মুস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে। যার ফলে তিনি কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।

রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।’

মূলত দিল্লি ক্যাপিটালসের গত কালকের ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলের চোটে পড়েন তিনি। তবে সেই সময়ে চোট গুরুতর মনে হয়নি। চোট পাওয়ার পরও নিজের কোটার বাকি দুই ওভার বোলিং সম্পূর্ণ করেছিলেন তিনি। কিন্তু পরে এক্স-রে স্ক্যান রিপোর্টে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে।
ফিজিও দেলোয়ার হোসেন আরও বলেন, ‘আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’-যোগ করেন তিনি।
এদিকে পাকিস্তান সফরের জন্য মুস্তাফিজের বিকল্প হিসেবে আরেক পেসার খালেদ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। ডানহাতি এই পেসার সবশেষ বাংলাদেশ এ দলের হয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। তিনি খুব দ্রতই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।
বিডিবিএন২৪/আরডি

-
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান,ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪ কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় দুদক চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে। রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় দুদকের ৫ সদস্যের টিম অভিযান শুরু করে বিকেল ৩টায় শেষ করে। এ সময় জেলা দুদকের সহকারী পরিচালক নীল…
-
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে মিরাজ-রিশাদরা।রোববার (১৩ জুলাই) আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগারদের আগুনে বোলিংয়ে মাত্র ৯৪…
-
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কর্মকর্তারা সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর…