নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গতকাল সোমবার (২ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা জানান, দেশের সব মিশনে ই-পাসপোর্ট, ই-ভিসা এবং ই-ট্রাভেল পারমিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ই-গেইট স্থাপন করা হয়েছে।

সুরক্ষা সেবার মানোন্নয়নের অংশ হিসেবে পাসপোর্ট প্রদানের সময় পুলিশের প্রতিবেদন গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে বলেও জানান তিনি।
বাজেট উপস্থাপনায় তিনি আরও বলেন, কারাগার ব্যবস্থাকে আধুনিকায়ন করে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন ২০২৫’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ দমন ও নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ট্র্যান্সন্যাশনাল সংঘবদ্ধ অপরাধ, বিশেষ করে সন্ত্রাসীদের অর্থায়ন মোকাবিলায় তুরস্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অপরাধ প্রতিরোধে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
বিডিবিএন২৪/আরডি


