
বার্তা ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (১৯)। তিনি ইবি’র আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জয়পুরহাট জেলার বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে রাশেদুল ইসলাম ট্রেনে জয়পুরহাট থেকে কুষ্টিয়া আসেন। এরপর বটতৈল মোড় থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে রাশেদুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডিবিএন২৪/আরডি

