
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছে কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায়। আজ শনিবার সকালে সদর উপজেলার ভাদালিয়া এবং ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় অবস্থিত হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আজ ২৮ জুন শনিবার সকাল সোয়া ১০টার দিকে দায়িত্ব পালন করার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের চাপায় হাফিজুর রহমান (৩০) নামের পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি কনস্টেবল হিসেবে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে হাফিজুর।
সকালে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বলে জানান ঘটনাস্থলে থাকা চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজির আহম্মেদ।
এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় সকাল ৭টার দিকে ট্রলি চাপায় রবিউল ইসলাম নামে এক ঢালাই শ্রমিক নিহত হন। নিহত রবিউল ইসলাম ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার বাবলু ইসলামের ছেলে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
বিডিবিএন২৪/আরডি

