
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়া জেলার দৌলতপুরে সরকারি ভিজিএফ চালের কার্ড নিয়ে বিরোধের জেরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প মাত্র ৫ ঘণ্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
২ জুলাই (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে দৌলতপুর উপজেলার মথুরাপুর স্কুলবাজার এলাকায় ভিজিএফ চালের কার্ড বিতরণ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আব্দুল আজিজ (৩৫), পিতা- খেলাফত উদ্দিন, সাং- মথুরাপুর মিয়াপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযানে নামে। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে মথুরাপুর গ্রামের বাসিন্দা মোঃ মাহাবুল মাস্টার (৫২), পিতা- মৃত মৌওলা বক্স-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এমন তৎপরতা প্রশংসনীয় বলেই মনে করছেন এলাকাবাসী।
বিডিবিএন২৪/আরডি

