‎আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির‎‎‎‎

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

‎‎‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না।’ একইসঙ্গে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। নতুন-পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।

আজ শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।‎‎তিনি আরো বলেন, ‘যে শহীদরা রক্ত দিয়ে দেশকে আমাদের কাছে আমানত রেখে গেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেঈমানি হতে দেবো না।

আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’‎‎রাজনীতিতে লুটপাটের অভিযোগ তুলে ডা. শফিক বলেন, ‘বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে।’‎‎ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক ৪টি পথসভায় অংশ নেন জামায়াত আমির।

‎‎

পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভাটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।

‎‎

এছাড়া বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, বরুড়া আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।‎‎পথসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন প্রস্তুতি ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

বিডিবিএন২৪/আরডি

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.