
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাপড়ের হাট কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাটে ‘খাজনা’ আদায়ের নামে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ী ও ক্রেতারা একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে হাটের ভেতরে কাপড় হাটের আহ্বায়ক আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদকারীরা জানান, হাটের ইজারাদাররা জেলা প্রশাসনের নীতিমালা লঙ্ঘন করে সাধারণ ক্রেতাদের কাছ থেকেও খাজনার নামে চাঁদা আদায় করছেন। অথচ ২০১৩ সালের জেলা প্রশাসকের স্বাক্ষরিত নীতিমালা অনুযায়ী শুধুমাত্র দোকান মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকেই খাজনা আদায়ের অনুমতি রয়েছে।
প্রায় ৩৭০টি দোকান থাকা এ হাটে অতিরিক্ত খাজনা আদায়ের ফলে ক্রেতাসংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক দোকান ক্রেতা না থাকায় বন্ধ হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
হাট মালিক সমিতির পক্ষ থেকে বারবার জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন হাট সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক জানান, “ক্রেতাদের কাছ থেকে খাজনা আদায়ের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যবসায়ীরা অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং হাটে আগের মতো স্বাভাবিক কেনাকাটার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
বিডিবিএন২৪/আরডি

