চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। আজ, ৩১ মে, শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে অন্তত ২৬ জন বাসযাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার কাজ শুরু করে। আহতদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, তবে এই ঘটনায় কেউ নিহত হননি। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩১ জন ভর্তি হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সেখানে ভর্তি দুজনের একজনের ডান হাত কাটা পড়েছে এবং অপরজনের মাথায় আঘাত লেগেছে, তবে তারা এখন আশঙ্কামুক্ত।

দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে, যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খোকসা থানার (ওসি) শেখ মঈনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিবিএন২৪/আরডি

