নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪
অদ্য ০১ জুন ২০২৫ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ মুরাদ শেখ (৩৫), পিতা:- মৃত: হাসমত আলী শেখ, সাং-চরমিল পাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চরমিলপাড়াস্থ আসামির নিজ দখলীয় বসতবাড়ি এবং আসামির দেহ তল্লাশি করে একটি পলিথিন প্যাকেটের ভিতর সাদা কাগজে মোড়ানো হেরোইনের পুরিয়া ১০০ (একশত) টি, যার ওজন ১০ (দশ) গ্রাম। মূল্য-১০০০০০/-টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারণি নং-৮(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বলেন, মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে এমন অভিযান চলমান থাকবে।
বিডিবিএন২৪/আরডি

