
স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইনের মেয়েরা। বাংলাদেশের ১২৮ র্যাঙ্কিংয়ের বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশটির র্যাঙ্কিং ৯২। তবে খেলায় তার কোনো ছাপই পড়ল না। এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা।
মিয়ানমারের ইয়াংগুনে আজ রবিবার শুরু থেকেই দাপুটে আক্রমণ শাণায় বাংলাদেশ। প্রধমার্ধে ৫ গোলের মধ্যে প্রথমটি দেন শামসুন্নাহার জুনিয়র। পরেরটি আসে ঋতুপর্ণা চাকমার পা থেকে। বাকি তিনটি গোলের দুইটি তহুরা খাতুন ও অপরটি কোহাতি কিসকুর।
দশম মিনিটে মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস ধরে বাইরাইনের ডি-বক্সে ঢুকে যান শামসুন্নাহার জুনিয়র। পরে গোলকিপার এগিয়ে এলে চিপ শটে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি। ঋতুপর্ণা গোল পান পঞ্চদশ মিনিটে। স্বপ্না রানীর আড়াআড়ি ক্রস ধরে বক্সে ঢুকে বাম পায়ের দারুণ এক শটে গোল করেন করেন ঋতুপর্ণা।
ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর ৩২তম মিনিটে আফঈদা খন্দকারের ক্রসে তহুরা খাতুন হেডে বাহরাইনের জালে বল জড়ান। তবে অফসাইডের কারণে গোল হয়নি। বাংলাদেশ ব্যবধান আরও বাড়ায় ৪০তম মিনিটে। প্রতিপক্ষের ফুটবলারের পায়ে বল চলে যায় কোহাতি কিসকুর কাছে। ভিড়ের মধ্যে টোকা দিয়ে গোল আদায় করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরও দুই গোল দেয় বাংলাদেশ। দুইটি গোলই তহুরার থেকে। প্রথম গোলটি গোলকিপারের গ্লাভসে লাগলেও থামাতে পারেননি। পরে শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাক পেয়ে নিখুঁত টোকায় আরেকটি গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ প্রথমার্ধের মতো গোলবন্যা তৈরি করতে না পারলেও ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। আরও ২ গোল দিয়ে নিশ্চিত করেছে ৭-০ গোলের জয়। দ্বিতীয়ার্ধের বাংলাদেশের প্রথম গোলটি অবশ্য বাহরাইনের খেলোয়াড়ের পা থেকেই আসে। নিজেদের জালেই বল জড়ান রাওয়ান আলালি। ৭৪ মিনিটে বাংলাদেশের জার্সিতে সপ্তম গোল দেন মুনকি আক্তার।
এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। আগামী ২ জুলাই র্যাঙ্কিংয়ের ৫৫তম দলটির বিপক্ষে খেলতে নামবেন বাংলাদেশের জয়িতারা। আগামী ৫ জুলাই শেষ ম্যাচ ১৪১ নম্বর র্যাঙ্কিংয়ের তুর্কমেনিস্তানের বিপক্ষে।
বিডিএন২৪/আরডি


