
ঝিনাইদহ প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪
সরকারি বিধি অনুযায়ী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গাড়ি নিজ জেলার বাইরে ব্যবহার করা নিষিদ্ধ থাকলেও, মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-এর একটি সরকারি গাড়িকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরে পার্কিং করে রাখা অবস্থায় দেখা গেছে। এতে করে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটির গায়ে লেখা ছিল:
”Skills for Employment Investment Program (SEIP)
Magura Technical Training Centre”
এটি স্পষ্টভাবে মাগুরা টিটিসির সরকারি গাড়ি।
তবে প্রশ্ন উঠেছে—এই গাড়িটি কী উদ্দেশ্যে, কার নির্দেশে বা কার মাধ্যমে ঝিনাইদহ শহরে এসেছে? এটি কোনো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, তাও জানার চেষ্টা করা হয়।
বিষয়টি জানতে মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কর্মকর্তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে সচেতন মহলের বক্তব্য, “সরকারি সম্পদ ব্যবহার নিয়ে এ ধরনের প্রশ্নবিদ্ধ কার্যকলাপ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এ নিয়ে দ্রুত তদন্ত হওয়া দরকার।”
এখন দেখার বিষয়—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে কিনা এবং সরকারি গাড়ি ব্যবহারের এই অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কি না।
বিডিবিএন২৪/আরডি

