‎মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সরকারি গাড়ি ঝিনাইদহে! প্রশ্ন উঠেছে ব্যবহারের যথার্থতা নিয়ে



‎ঝিনাইদহ প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪

‎সরকারি বিধি অনুযায়ী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গাড়ি নিজ জেলার বাইরে ব্যবহার করা নিষিদ্ধ থাকলেও, মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-এর একটি সরকারি গাড়িকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরে পার্কিং করে রাখা অবস্থায় দেখা গেছে। এতে করে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

ছবি ঝিনাইদহ প্রতিনিধি



‎প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটির গায়ে লেখা ছিল:
‎”Skills for Employment Investment Program (SEIP)
‎Magura Technical Training Centre”
‎এটি স্পষ্টভাবে মাগুরা টিটিসির সরকারি গাড়ি।

‎তবে প্রশ্ন উঠেছে—এই গাড়িটি কী উদ্দেশ্যে, কার নির্দেশে বা কার মাধ্যমে ঝিনাইদহ শহরে এসেছে? এটি কোনো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, তাও জানার চেষ্টা করা হয়।



‎বিষয়টি জানতে মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কর্মকর্তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

‎এ বিষয়ে সচেতন মহলের বক্তব্য, “সরকারি সম্পদ ব্যবহার নিয়ে এ ধরনের প্রশ্নবিদ্ধ কার্যকলাপ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এ নিয়ে দ্রুত তদন্ত হওয়া দরকার।”

‎এখন দেখার বিষয়—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে কিনা এবং সরকারি গাড়ি ব্যবহারের এই অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কি না।

বিডিবিএন২৪/আরডি


July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.