
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ‘রবিন এক্সপ্রেস’ (কক্সবাজার-জ-০৪-০০২১) বাসে তল্লাশি চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।
পুরো অভিযানটি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-র প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় মোট ৯,৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য আনুমানিক ২৯,২৭,১০০ টাকা। উদ্ধারকৃত মাদক দ্রব্য ব্যাটালিয়নের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং তা ধ্বংসের জন্য বিধি মোতাবেক কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় কুষ্টিয়ার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
৪৭ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এই সফল অভিযান বিজিবির প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।
বিডিবিএন২৪/আরডি

