BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের তৃতীয় দিনে ঐতিহ্য ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠান

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় ও সমাপনী দিন আজ রোববার ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়, বিজিবি সেক্টর কমান্ডার মহোদয়, এবং জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—

ফকির লালন শাহ শুধু একজন সাধকই নন, তিনি মানবতার প্রতীক। তাঁর দর্শন, জীবনাচার ও গান আমাদের সমাজে সাম্য, ভালোবাসা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিয়েছে। তরুণ প্রজন্মকে লালনের মানবতাবাদী দর্শন থেকে শিক্ষা নিতে হবে— যাতে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সবাই এক মানবতার সমাজ গড়তে পারি।

অনুষ্ঠানে লালন সাধকদের সংগীত পরিবেশনা, বাউলদের মিলনমেলা এবং আখড়াবাড়ি প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পুরো অনুষ্ঠান চলাকালীন সময় জেলা পুলিশ, কুষ্টিয়া কর্তৃক নেয়া ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও পর্যাপ্ত ফোর্সের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা নিশ্চিত করা হয়।

আখড়াবাড়িতে হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে লালন শাহের স্মরণে নিবেদন করা হয় ভালোবাসা ও শ্রদ্ধার অর্ঘ্য।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.