নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
২৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
তিনি তাঁর বক্তব্যে বলেন—
ভূমি ব্যবস্থাপনা এখন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত হচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে এবং সেবা আরও সহজলভ্য করতে আধুনিক ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দক্ষ হয়ে মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে ভূমি সেবা প্রদান করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণটি আয়োজন করে কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসন কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিডিবাএন২৪/আরডি


