৭ দিনে রেকর্ড পরিমাণ আয় করল শাকিবের বরবাদ

বিনোদন ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে।

এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, বিগ বাজেটের এই সিনেমা এখনও পর্যন্ত কত আয় করেছে? দর্শকদের সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, মুক্তির প্রথম সাতদিনে বরবাদের গ্রস কালেকশন ২৭ কোটি ৪৩ লাখ টাকা।

তবে মাল্টিপ্লেক্স থেকে কত ও সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সে বিষয়ে আলাদা তথ্য দেয়নি। সবগুলো মিলিয়েই শাকিবের সিনেমার প্রথম সপ্তাহে আয় ২৭ কোটি টাকা। যেটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে।

২০২৩ সালের ঈদুল আযহায় শাকিবের ‘প্রিয়তমা’ একমাসে ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র সাত দিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছে গেল। সে হিসেবে বরবাদ ইতোমধ্যেই ব্লকবাস্টার সিনেমারও খেতাব পেল।


আরও পড়ুন

ঈদের ৫ম দিনেও বরবাদ-দাগির দাপট: কোন সিনেমা কত আয় করল
‘বরবাদ’ তুফানকে ছাড়িয়ে গেছে : চয়নিকা
শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে। সে হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

এদিকে, সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল। জানা যায়, বরবাদের দর্শক অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.