কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন কুষ্টিয়ার ডিসি মোঃ তৌফিকুর রহমানএসএম জামাল, কুষ্টিয়া: কুষ্টিয়ার জি কে প্রাথমিক বিদ্যালয় এবং জি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোঃ তৌফিকুর রহমান।

বুধবার দুপুরে তিনি জি কে প্রাথমিক বিদ্যালয় এবং জি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় জি কে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০ মিনিট ক্লাস নেন তিনি। পরে তিনি জিকে মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক।ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, পড়ালেখা শিখে মানুষের মত মানুষ হতে হবে।বড় লোক নয়, বড় মানুষ হও। আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষা দান, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং তাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।

সবার সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, আমরা যেমন আমাদের মাকে ভক্তি, শ্রদ্ধা করি ও ভালোবাসি, তার প্রতি দায়িত্ব পালন করি। একইভাবে মাতৃভূমিকে মা হিসেবে দেখতে হবে।

আর মানুষকে ভালোবাসতে পারলে সোনার মানুষ হওয়া সম্ভব হবে।জি কে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, ডিসি স্যার আমাদের স্কুল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। কিভাবে ক্লাস নিতে হয় এজন্য কিছুটা সময় তিনি শিক্ষকের ভূমিকা পালন করেন। এবং শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনা দেন। স্যার অনেক সুন্দর ও সহজভাবে শিশুদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন।এদিকে আকস্মিক ভাবে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। তার এ ধরনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।