বাজারে আসছে ইয়ামাহার নতুন মোটরসাইকেল

নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪

বিশ্বজুড়েই খ্যাতি রয়েছে ইয়ামাহা কোম্পানির বিভিন্ন বাইকের। তরুণদের কাছে বাইকগুলো আর্কষণীয় হয়ে উঠার মুল কারণ হচ্ছে শক্তিশালী, সাশ্রয়ী, এবং স্টাইলিশ।

তাছাড়া কোম্পানিটি তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে মোটরসাইকেলের পারফরম্যান্স এবং সেফটি নিশ্চিত করে থাকে। এবার তেমনই সব ফিচার সামনে রেখে ভক্তদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয়েছে ইয়ামাহা।

ছবি: ইয়ামাহা নতুন মোটরসাইকেল FZ-S FI

অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে নতুন ইয়ামাহা FZ-S FI মোটরসাইকেলের ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন কালারে পাওয়া যাবে মোটরসাইকেলটি।

চলুন জেনে নেয়া যাক মোটরসাইকেলটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে-

ইয়ামাহা FZ-S FI 2025 নতুন মডেলটি আগের তুলনায় কিছুটা ভিন্ন ডিজাইনের এবং আধুনিক ফিচারের সাথে বাজারে এসেছে। তাই মোটরসাইকেলটির দামও আগের মডেলের চেয়ে সামান্য কিছুটা বেশি বলে ধারণা করা হচ্ছে।

দেশের বাজারে বাইকটির মূল্য প্রায় ৩ লাখ টাকা (এক্স শোরুম)। বিশেষ করে, বাইকটি ম্যাট ব্ল্যাক, আইস ফ্লু-ভর্মিলিয়ন, মেটালিক হোয়াইট, এবং সাইবার গ্রিন কালারে পাওয়া যাবে, যা বাইকটিকে আরও স্টাইলিশ এবং আকর্ষণীয় করে তুলবে।

নতুন এই বাইকটিতে পাওয়ারট্রেন হিসেবে ব্যবহার করা হয়েছে ১৪৯ সিসির সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন।যা ১১২ বিএইচপি পাওয়ার এবং ১৩.৩ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। উচ্চ গতির জন্য বাইকটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।

বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৪০ সেকশনের বড় রিয়ার টায়ার, সিঙ্গেল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, Y-কানেক্টের সাথে সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার এবং LED হেডলাইট রয়েছে।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.