নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪
কুষ্টিয়ার দৌলতপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল ২০২৫) রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম। গোপন সংবাদের ভিত্তিতে মরিচা ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চেয়ারম্যান জাহিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।