রিশাদের প্রশংসা করে যা বললেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকেই রঙ ছড়ালেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদানই রেখেছেন বাংলাদেশের এই লেগি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর।

দারুণ অভিষেকে প্রশংসায় ভাসছেন রিশাদ। টাইগার এই স্পিনারের প্রশংসা করেছেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদিও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে রিশাদের প্রশংসা করে লাহোর অধিনায়ক বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।

প্রসঙ্গত, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না রিশাদ। টিম কম্বিনেশনের জন্যই হয়তো বাদ পড়ে থাকতে পারেন। তবে গতকালকের পারফরম্যান্সের পর রিশাদকে বাদ দেওয়া কিছুটা কঠিনই হবে শাহিনদের জন্য।

গতকাল রোববার রাতে শুরুতে ব্যাট করতে নেমে ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে ৬ উইকেটে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছিল রিশাদের লাহোর। ৩৯ বলে ৬৭ রান করেন ওপেনার ফখর। ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন বিলিংস। অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন রিশাদও। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে উইকেটে গিয়ে ১ বলে ১ রান করেন।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে যায় কোয়েট্টা গ্লাডিয়েটার্স। সপ্তম ওভারে রিশাদ যতক্ষণে বল হাতে তুলে নেন ৬২ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে কোয়েট্টা। আক্রমণে এসে নিজেদের করা প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ।

পরের ওভারে রাইলি রুশো ছক্কা মেরে ঝড় তোলার আভাস দেন। প্রতিশোধ নিতে অবশ্য বেশি সময় নিলেন না টাইগার স্পিনার। পরের বলেই দ্রুতগতির এক গুগলিতে বোল্ড করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে। রিশাদ বাকি ২টি উইকেট পেয়েছেন নিজের শেষ ও দলের ১৩তম ওভারে। প্রথম বলে মোহাম্মদ আমিরকে দারুণ এক লেগ ব্রেকে বোল্ড করেন। এরপর ওভারের চতুর্থ বলে আবরার আহমেদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে মোহাম্মদ নাঈমের ক্যাচ বানান রিশাদ।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.