নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে আরো ২৭৩ মেট্রিক টন স্টারিজ এবং লেডিরোজেটা জাতের আলু৷বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) দুপুরের দিকে কয়েকটি ট্রাকে আলুগুলো বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালে রফতানি করা হয় ।আলু গুলো রফতানি করছে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি ও মিয়ামি ড্রেডিং নামের তিনটি প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানগুলো দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করছে।
এখন পর্যন্ত চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৪৯৪ মেট্রিক টন আলু রফতানি হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।