কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪
ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া অনেক সময়ই হয়ে দাঁড়াচ্ছে অপমান আর হয়রানির কারণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রতি কাউন্টারের এক কর্মচারীর অশোভন আচরণ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, “তাকে স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর পরেও তিনি বলেন, ফুল ভাড়া দিতে হবে। অথচ এমন কোনো নিয়ম কোথাও নেই।” হিজাব পরা মেয়েদের জন্য বিষয়টি আরও বেশি বিব্রতকর হয়ে দাঁড়ায়, কারণ হিজাবের নিচে থাকা আইডি কার্ড বের করতে গেলে হিজাব সরাতে হয়। আর মুখের সামনে কার্ড দেখালেও তিনি তা দেখেন না বলেই পাশ কাটিয়ে যান।
এখানেই শেষ নয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই কর্মচারীর মুখের ভাষাও অত্যন্ত অশোভন ও অগ্রহণযোগ্য।
অনেক ছাত্রী জানিয়েছেন, আগেও তারা এই লোকের হাতে হয়রানির শিকার হয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেরিতে টিকিট দেওয়া হয়, যেন তারা বাসে ভালো জায়গা না পান, শুধু এই কারণে যে তারা হাফ ভাড়া দিতে চান।
ভুক্তভোগীরা এই ধরনের অসভ্য ও অবমাননাকর আচরণের দ্রুত তদন্ত এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।