কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪
শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে পাংসা যাওয়ার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দুই সম্মানিত চিকিৎসক – অর্থোপেডিক বিভাগের ডাঃ মঈনুদ্দিন সিদ্দিকী এবং মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আশেক উল্লাহ।
গোপালপুর এলাকায় একটি ট্রাকের সাথে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তাদের দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হয় এবং জরুরি চিকিৎসা চলছে।
চিকিৎসকদের অবস্থা এখনো স্থিতিশীল নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের চিন্তা করা হচ্ছে।
এই ঘটনার পরপরই কুষ্টিয়া শহরের সকল চিকিৎসক ও সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন এবং আহত দুই চিকিৎসকের পাশে দাঁড়ান।
সবার কাছে দোয়া চাওয়া হয়েছে যেন প্রিয় এই দুই চিকিৎসক দ্রুত সুস্থ হয়ে উঠেন।