কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪
স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে কুষ্টিয়া পুলিশ হাসপাতালে অত্যাধুনিক প্যাথলজিক্যাল শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কুষ্টিয়া পুলিশ লাইন্স এর ভেতরে এ হাসপাতালের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এসময় তিনি বলেন, প্যাথলজিক্যাল শাখার উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হয়েছে। পুলিশের এই হাসপাতালটিতে কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ কম খরচে এ ল্যাবে প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে পারবেন।

এ সময়ে আর ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার,মেডিকেল অফিসার ডা: মোসা: শারমিন জাহান সুরভী,
ডাঃ মোসা: সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।