তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম

বিনোদন ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

বিশ্বব্যাপী ‘বরবাদ’ সাফল্যের মধ্যে সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদুল আজহার ছবি ‘তাণ্ডব’র শুটিং করছেন। এই ছবিতে তার নায়িকা কে থাকবেন, সেটা নিয়ে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে! সোশ্যাল মিডিয়াতে কদিন পরপর একেক জনের নাম শোনা যাচ্ছিল।

জয়া আহসান

অবশেষে নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’ এ শাকিবের নায়িকা। আর এ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর।

টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’ এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি! সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রিয়তমা, তুফান, বরবাদের পর ‘তাণ্ডব’ দিয়ে বাজিমাৎ করবেন শাকিব খান।

তাণ্ডবে সাবিলার নায়িকা হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার (২৮ এপ্রিল) দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।

এদিকে সূত্র বলছে, শাকিব খান-সাবিলা নূর ছাড়াও এতে আরও অভিনয় করছেন জয়া আহসান, আফরান নিশো, এফএস নাঈম, ইভনসহ অনেকে।

তবে আফরান নিশোর অভিনয় করা, না করা নিয়ে বেশ ঝামেলা পোহাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ হিসেবে সূত্রটি জানায়, সুড়ঙ্গ সিনেমা মুক্তির পর শাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন নিশো। এতেই বেজায় ক্ষিপ্ত ঢালিউড কিং খান।

এদিকে সম্প্রতি আফরান নিশো এবং শাকিব খানের মধ্যকার দ্বন্দ্বের অবসান করার চেষ্টা করেন প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্টের প্রযোজক শাহরিয়ার শাকিল। তবে তাদের দু’জনকে সামনাসামনি বসিয়ে সমাধানের সেই চেষ্টা বিফলে যায় এই প্রযোজকের।

সূত্রটি আরও জানায়, আফরান নিশোর সঙ্গে সমাধানের চেষ্টার বিষয়টি টের পেয়েই আলফা আই এন্টারটেইনমেন্টের বনানীর অফিস থেকে বের হয়ে যান শাকিব খান৷

‘তাণ্ডব’ বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার ছবি ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। ক’দিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে এসভিএফ-আলফা আইয়ের ব্যানারে।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.