ফেসবুকে ছড়িয়ে পড়েছে ‘তাণ্ডব’র শুটিং দৃশ্য, নেটিজেনদের সমালোচনা

বিনোদন ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে কম জল ঘোলা হয়নি। নায়িকা হিসেবে সাবিলা নূরের চূড়ান্ত হওয়ার বিষয়ে জানা গেছে সম্প্রতি। সিনেমাটির শুটিং দৃশ্য ফাঁস হওয়ার পর নায়িকা কে হচ্ছেন তা পাকাপাকিভাবে জানা যায়। এবার ফাঁস হওয়া শুটিং দৃশ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত বছর পরিচালক রায়হান রাফীর সঙ্গে প্রথমবারের মতো কাজ করেই প্রেক্ষাগৃহে ঝড় তোলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও ব্যাপক সাড়া ফেলে শাকিব ও রাফীর ‘তুফান’। তাদের সেই ছবি নিয়ে যখন দর্শক উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই নির্মাতা ঘোষণা দেন, শাকিবকে নিয়ে আবারও বড় পর্দায় ফিরবেন তিনি।

তান্ডব শুটিং এর দৃশ্য শাকিব খান ও সাবিলা নূর

তার কিছুদিন পরই জানা গেল শাকিবকে নিয়ে রাফীর নতুন পরিকল্পনা। তবে দর্শকদের জল্পনা ছিল, নিশ্চয়ই শাকিবকে নিয়ে ‘তুফান’ এর সিক্যুয়েল আনবেন রাফী। তবে এমন কিছু কি না, তা খোলাসা করেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন নতুন ছবির নাম, সেটি ‘তাণ্ডব’।

এরপর থেকেই বাড়তে থাকে দর্শকদের তুমূল আগ্রহ। সঙ্গে তাদের মাঝে জল্পনা বাড়ে, শাকিব-রাফী যেহেতু আবার এক হচ্ছেন, তাহলে নিশ্চয়ই তুফানের মতোই কিছু একটা ফের আসতে যাচ্ছে, তা আশা করাই যায়।

অবশেষে আসন্ন কোরবানি ঈদেই সেই দর্শকদের প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’। খবর পাওয়া যায়, সম্প্রতিই ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। শুটিংয়ের দৃশ্য ফাঁস হতেই শাকিবের নায়িকা হিসেবে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে।

তাণ্ডবের শুটিং শুরু এবং শাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্ত-দর্শকেরা, তেমনই এই ফাঁস হওয়া এই দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে সেই শুটিংয়ের দৃশ্যটুকু দেদারসে ভাইরাল হতে শুরু করে। বিভিন্ন পেজের পাতায়, গ্রুপগুলোতে ভেসে বেড়াতে দেখা যায় সেই দৃশ্য। সেখানে শাকিব খান, সাবিলা নূরদের শটগুলো নিতে দেখা যায়।

জানা গেছে, সেই শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা। শুটিংয়ের সময় উৎসুক জনতারও ভিড় ছিল দেখার মতো। আর সেগুলো ভাইরাল হতেই নানা আলোচনা। বিশেষ করে, প্রযোজনা বিভাগে এসব সেনসিটিভ কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে।

এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজেও ফাঁস হওয়া সেই শুটিংয়ের ভিডিওটি দেখা যায়। সেটি নানা গ্রুপে শেয়ার করেও নানা সমালোচনা সৃষ্টি করতে দেখা গেছে দর্শকদের মাঝে।

এক নেটিজেন লিখেছেন, ‘এ ধরণের ভিডিও ধারণ করে তা প্রচার করা অপেশাদারি। এসব নিয়ে মিডিয়ার মান এবং দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।’ আরেকজন লিখেছেন, ‘এসব টিম থেকেই লিক করা হয় নিজেদের বেনিফিটের জন্য।’ আবার অন্য এক নেটিজেন লিখেছেন, ’এগুলোও প্রমোশনের অংশ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘এটা রায়হান রাফীর প্রচারণার কৌশল।’

তবে সমালোচনা যাই হোক, এই ছবি নিয়ে অধীর আগ্রহে দর্শকেরা। টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে আগ্রহ কেনই বা থাকবে না দর্শকের! এছাড়াও ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি! কাজেই, ভক্তরা যে এই জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন- তা বলাই যায়।

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে। পরিচালনায় থাকছেন রায়হান রাফী।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.