নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪
কুষ্টিয়া, ৪ মে ২০২৫:
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে আজ কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি, কুষ্টিয়া জেলা শাখা।

কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নার্সিং শিক্ষার্থীরা এই দাবির পক্ষে আন্দোলন করে আসছেন। কিন্তু এখনো সরকারিভাবে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা আরও জানান, দেশে স্বাস্থ্যসেবা খাতে নার্সদের অবদান গুরুত্বপূর্ণ হলেও তাঁদের শিক্ষাগত মর্যাদা ও পেশাগত স্বীকৃতিতে অবহেলা করা হচ্ছে।
সমাবেশ থেকে দ্রুত এই ডিপ্লোমা কোর্সগুলোকে স্নাতক সমমানে উন্নীত করার দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত নার্সিং শিক্ষার্থীরা অংশ নেন।