রমৈবি’র এক দশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস বর্ণিল আয়োজনে পালিত।

কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এটি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। অত্যন্ত আড়ম্বরপূর্ণভেবে বিশ্ববিদ্যালয় পরিবার ১১ মে ইংরেজি তারিখে এটি উদযাপন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ নানা কর্মসূচির মাধ্যেমে দিনটি উদযাপন করে।

দিনের শুরুতে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সহকারে এক আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়া শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য প্রফেসর ড. মো: শাহজাহান আলী।

ছবি সংগৃহীত

শোভাযাত্রা শেষ কেক কেটে ১০ প্রতিষ্ঠা বার্ষিকীর ক্যাম্পাস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘নিউজ লেটার’ এর মোড়ক উন্মোচন করা হয়। এটির চিফ এডিটরের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সাব্বির সুমন

বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে আন্ত:বিভাগ অন্ত:কক্ষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানারআপ হওয়া খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এছাড়া সংশ্লিষ্ট সকলের হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক।

ছবি সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে উদযাপিত হওয়া অনুষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে বিভাগগুলোকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইংরেজি বিভাগ, চারুকলা বিভাগ এবং কৃষি বিভাগ।

ছবি সংগৃহীত

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: শাহজাহান আলী, উপাচার্য, রমৈবি; প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম, একাডেমি এডভাইজর, রমৈবি ; প্রফেসর ড. মো: শহীদুর রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ এবং রেজিস্ট্রার(এক্টিং), রমৈবি; প্রফেসর মোহাম্মদ আলী, ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ; প্রফেসর জাহিদুল আমিন, ডিন, কৃষি অনুষদ; অধ্যাপক নূর উদ্দীন আহমেদ, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ।

দশম পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক

এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যবৃন্দ।

দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

এসময় বক্তারা গত ১০ বছরে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ক্ষেত্রে অবদান এবং সামনের দিনের কর্ম পরিকল্পনা তুলে ধরেন।


ছবি সংগৃহীত

এছাড়া বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে একই দিনে শুরু হয়েচ্ছে শিক্ষা মেলা। মেলা চলবে ১৭ই মে পর্যন্ত। যেখানে শিক্ষার্থীদের নানাভাবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ভর্তির ব্যাপারে আশ্বাস দেন।

সামগ্রিক অনুষ্ঠান মালাটি সাফল্যমণ্ডিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে তদারকি করেন প্রক্টর এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এস এম হাসিবুর রশিদ তামিম। অনুষ্ঠান চত্বরকে সুশোভিত করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ যাতে সার্বিকভাবে পরামর্শ দেন চারুকলা বিভাগের প্রভাষক জনাব প্রদীপ সাহা। শৃঙ্খলা রক্ষায় কাজ করে বিশ্ববিদ্যালয় স্কাউটস গ্রুপ যেটির পরামর্শক হিসেবে কাজ করেন বাংলা বিভাগে প্রভাষক জনাব আব্দুল গাফফার। দুপুরে আপ্যায়রের দায়িত্ব ছিলেন ইইই বিভাগের প্রভাষক জনাব নুরুল ইসলাম।

পরে সংগীত বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এক সংগীত আয়োজন। সার্বিক সহায়তায় ছিলেন জনাব ঋত্বিক মাহমুদ।

অনুষ্ঠান মালাটি শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা করেন ব্যাবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মোফরাদ হোসেন।

অনুষ্ঠানটি নিরাপদভাবে সফল করতে সার্বিকভাবে সহায়তা করে কুষ্টিয়া পুলিশ এবং প্রশাসন। এছাড়া গণমাধ্যম কর্মীরা পুরো অনুষ্ঠানমালাটি সম্রচার করে সহায়তা করেন।

বিডিএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.