ফের কমল স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

দাম বাড়ানোর একদিন পরেই দেশের বাজারে কমানো হলো স্বর্ণের মূল্য। বৃহস্পতিবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম পুনরায় সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল (১৬ মে) শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হবে

বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম মাসুদুর রহমান সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাজুস জানায়, আজকের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি) নির্ধারণ করা হয়েছে ২২ ক্যারেট হলমার্ক ১,৬৫,৭৭২ টাকা। ২১ ক্যারেট হলমার্ক ১,৫৮,৩৫৪ টাকা। ১৮ ক্যারেট হলমার্ক ১,২৯,৬৬২ টাকা এবং সনাতন পদ্ধতি ১,১৫,৮৭৬ টাকা।

রুপার নতুন দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট হলমার্ক ২,৮০৮ টাকা। ২১ ক্যারেট হলমার্ক ২,৬৭৮ টাকা। ১৮ ক্যারেট হলমার্ক ২,২৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির ২,০৯৫ টাকা। (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম ধরে হিসাব করা হয়েছে)।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

১৩ মে বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল, যার ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছিল ভরিপ্রতি ১,৬৯,৮৯৬ টাকা। মাত্র দুই দিন পরই আবার দাম কমানোর এই সিদ্ধান্ত এলো আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কারণে।

বিডিবিএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

এলিভ অবন্ত 

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.